লালদীঘি ময়দানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের প্রস্তুতি সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি তাঁর বক্তব্যে আগামী ৫ ডিসেম্বর লালদীঘি মাঠে ৮ দলের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, ছাত্রশিবির মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগরী জামায়াতের সেক্রেটারির অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, উত্তর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল কাদের, দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. সিদ্দিকুর রহমান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির নেতা খুররম মুরাদ, জামায়াত নেতা হামেদ হাসান ইলাহী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












