কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি হয়েছে। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার তাদের জামিন বাতিল করার পাশাপাশি এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান। খবর বিডিনিউজের।
প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন বলেন, বুধবার ম্যাক্স অভির পক্ষে সময় আবেদন ছিল। তবে মিথিলার পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, মামলার পর আসামিরা জামিন পান। জামিন পেয়ে তারা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে হিরো আলম একটা জিডি করেছেন। আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে তাদের জামিন বাতিল চেয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছেন। শুনানির সময় হিরো আলম আদালতে উপস্থিত হন।












