রহমতগঞ্জে সাতকানিয়ার আ. লীগ নেতা গ্রেপ্তার, পরে জামিন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম প্রদীপ কুমার চৌধুরী। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি, পেশায় আইনজীবী। গত মঙ্গলবার নগরীর রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গতকাল চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে হাজির করা হলে তার পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক উক্ত জামিন আবেদন মঞ্জুর করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কেশব চক্রবর্তী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কোতোয়ালী থানা পুলিশ প্রদীপ কুমার চৌধুরীকে আদালতে হাজির করলে তার পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। পুলিশ জানায়, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সময় নগরীর নিউমার্কেট তামাকুমন্ডী লেন সড়ক এলাকায় ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হওয়া মামলায় প্রদীপ কুমারের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ও হাটহাজারীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে মঞ্চস্থ হলো জিনের বাদশা