হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন কর্তৃক ১১টি ভেন্যুতে গত ২৭ নভেম্বর ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। তারই অংশ হিসেবে গত ২ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায় দোহাজারী হাইওয়ে থানা ভেন্যুতে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। উদ্বোধনী খেলায় অংশ নেন দোহাজারী হাইওয়ে থানা এবং চিরিংগা হাইওয়ে থানা। খেলায় দোহাজারী হাইওয়ে থানা সরাসরি ২–০ সেটে জয়লাভ করে। পরে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসীম, দোহাজারী প্রেসক্লাবের সভাপতি এসএম নাছির উদ্দীন বাবলু, চন্দনাইশ প্রেসক্লাবের সদস্য সচিব সৈকত দাশ ইমন, সাংবাদিক এম ফয়েজুর রহমান, এস এম রাশেদ, ফয়সাল চৌধুরী, রনি দেব, মো. তারেক, নয়ন দাশ প্রমুখ। টুর্নামেন্টে মোট ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন এটি এস আই মুরাদ।










