বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। সালাউদ্দিনের চুক্তির মেয়াদ আগামী বছরের অক্টোবর–নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। গত ৫ নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই তিনি দায়িত্ব ছাড়তে চান বলে জানান চিঠিতে। তবে সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল। ‘সালাউদ্দিনের পদত্যাগপত্র আপাতত গ্রহণ করা হয়নি। পদত্যাগপত্র গ্রহণ না করা হলে স্বাভাবিকভাবে তিনি থাকছেন।’ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটির জন্যই। তার হঠাৎ পাওয়া দায়িত্ব বিশ্বকাপ পর্যন্ত প্রসারিত হচ্ছে বলে জানান নাজমূল। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ৭ ফেব্রুয়ারি।










