হামজাদের ৩ ম্যাচে বাফুফের আয় ৪ কোটি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিনটি হোম ম্যাচ খেলেছে। তিন ম্যাচই ছিল গ্যালারি পরিপূর্ণ ও স্পন্সরে ভরপুর। ফুটবলাঙ্গনে কৌতূহল ছিল তিন ম্যাচ থেকে ফেডারেশনের লাভ কত হয়েছে। গতকাল বাফুফের নির্বাহী সভা শেষে তিন ম্যাচের আয় প্রকাশ করলেও ব্যয় জানাতে পারেনি ফেডারেশন। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘বাংলাদেশসিঙ্গাপুরের ম্যাচে ১ কোটি ১৫ লক্ষ টাকা, বাংলাদেশহংকং ম্যাচে ১ কোটি ২ লক্ষ ৭ হাজার ৮৭৪ টাকা। বাংলাদেশইন্ডিয়ার ম্যাচে ১ কোটি ৮৮ লক্ষ টাকা। এরপরেও আরো কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলা আমরা পরবর্তীতে জানাব।’

পূর্ববর্তী নিবন্ধনারী বিসিএল ১৫ ডিসেম্বর রাজশাহীতে শুরু
পরবর্তী নিবন্ধবাংলাদেশের কোচিং স্টাফে সালাউদ্দিন আশরাফুল