চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৩.০৪ কোটি টাকা। মোট ১,২৮৩টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.০৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৪৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮৬১.২৮ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ০.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৫.৮৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৩৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৬.৭৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৯.৮৫ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,১০৭.২৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৮১,১৮২.৭২ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮১টির। এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, দাম কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।







