নতুন সিনেমায় অপু, সঙ্গী আদর আজাদ

| বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস প্রায় দুই বছর পর নতুন সিনেমায় যুক্ত হলেন। রোমান্টিকঅ্যাকশন ও থ্রিলার ঘরানার ‘সিক্রেট’ সিনেমায় তাকে দেখা যাবে আদর আজাদকে। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক বন্ধন বিশ্বাস। চলতি মাসের শেষ দিকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। খবর বিডিনিউজের।

বন্ধন বিশ্বাস বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই সিনেমার পরিকল্পনা করছিলাম। প্রিপ্রোডাকশনের কাজ শেষ। ডিসেম্বরে শুটিংয়ে যাব। গল্পের প্রয়োজনে অপু বিশ্বাস ও আদর আজাদকে যুক্ত করা। আশা করছি গল্পের প্রতিটা মুহূর্ত সিনেমাপ্রেমীদের জন্য উপভোগ্য হবে।

সিক্রেট’ সিনেমার গল্প, কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। আর সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন। এর আগে অপু বিশ্বাস পরিচালক বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ও ‘লালশাড়ি’ নামের দুই সিনেমায় অভিনয় করেছেন। ‘লালশাড়ি’ সিনেমাটি অপুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার পর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি অপুকে। এদিকে আদর আজাদের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘টগর’। এছাড়া সম্প্রতি শেষ করেছেন ‘পিনিক’ ও ‘ট্রাইব্যুনাল’ নামের দুটি সিনেমার কাজ। প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক গানের সম্রাট শ্যামসুন্দর বৈষ্ণব
পরবর্তী নিবন্ধকঠোরতম শাস্তি চান জয়া, সাবিলা বললেন হৃদয়বিদারক