উপেক্ষিত ভালোবাসা

লুনা দাশগুপ্তা | বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

বন জোছনার গন্ধ মাখা বিজন

রাত্তিরে

সে যদি না ফেরায় ভালোবাসার

অভিমুখ

তবু ও আমি অভিমানী হৃদয়ের

অলিন্দে

চির দুঃখের মন্ডপে কান্নায় ভিজে

বাজাবো না বিসর্জনের সুর।

ভোরের শিশির জলে ঘাসের উঠানে

ফেলবো না অনুশোচনার অশ্রু

অপার বেদনা নিয়ে হিম কুয়াশায়

অবহেলার চাদরে মুখ

লুকিয়ে করবো না অভিসম্পাত!

যে মধুর আলাপনে শব্দরা হয়ে

উঠতো রঙিন আতশবাজি

আমি তাদের ফিরে পাওয়ার জন্য

আর অপেক্ষার প্রহর গুনবো না!

সূর্যাস্তের অন্ধকারে সমুদ্রের কিনারে

হাতে হাত রাখার জন্য

আর করুণা ভিক্ষা চাইবো না!

যে দিগন্ত রেখায় বৃত্তের বাইরে গিয়ে

আলো আঁধারির ডাকে অস্থির

হয়েছি প্রাণ রসায়নে!

স্মৃতির জানালায় তাকে আর মনে

করিয়ে দেবো না।

আমি জানি কোনও না কোনও

দিন

মায়ার আঁচল বেছানো গালিচায়

ফিরে আসবে সে,

শ্রান্ত মনে ক্লান্ত দেহে! ফিরে চাইবে

ছায়া মায়া

উপেক্ষিত ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা দিতেই থাকো
পরবর্তী নিবন্ধএকখানা ছবি