বিভিন্ন উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতি

| বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১ ডিসেম্বর থেকে মাসিক রিপোর্ট বন্ধ করে দেয়া হয় এবং ২ থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচি অব্যাহত থাকলে আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা বিভাগের জাতীয় সেবা সপ্তাহ ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।

গতকাল মঙ্গলবার আন্দোলন চলাকালে কথা হয় পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদারুল ইসলাম, মো. এনামুল হক, পরিদর্শিকা মুক্তা বড়ুয়া ও পরিবার কল্যাণ সহকারী শিমু বড়ুয়ার সাথে। তারা জানান, নিয়োগবিধি না থাকার কারণে রাঙ্গুনিয়ার ৩৮ জনসহ দেশের ২৩ হাজার ৫০০ জন পরিবার কল্যাণ সহকারীরা তৃতীয় শ্রেণির টেকনিক্যাল কাজ করলেও বেতন দেয়া হয় চতুর্থ শ্রেণির স্কেলে। একইভাবে রাঙ্গুনিয়ার ৫ জনসহ দেশের সাড়ে ৭ হাজার পরিবার কল্যাণ পরিদর্শিকারা টেকনিক্যাল পদমর্যাদা, বকেয়া সিলেকশন গ্রেড ও বাসা ভাড়া পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়া রাঙ্গুনিয়ার দশজনসহ দেশের সাড়ে ৪ হাজার পরিবার পরিকল্পনা পরিদর্শকরা পরিদর্শক স্কেলের দাবি জানান।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে পরিবার পরিকল্পনা কর্মচারীদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। যা ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ চলবে। একইসঙ্গে তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান,নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে চন্দনাইশ পরিবার পরিকল্পনা অধদিপ্তরে কর্মরত কর্মচারীরা। অধিকার আদায় ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে তারা। অধিকার আদায় ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলার আহবায়ক মো. কুতুব উদ্দীনের নেতৃত্বে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন শামীম আরা আক্তার, রানু আক্তার, হাবিবুর রহমান, জামাল আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যহীন রাষ্ট্র গঠনে জামায়াত বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধ৬-১১ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ