বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির আয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহারে জনসচেতনতামূলক সভা গত সোমবার নগরীর লালদীঘি পাড়ে বিসিডিএস ভবনে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. নূরুল গণি।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল সিকদার। বিশেষ অতিথি ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক ফজলুর রহমান। বিসিডিএসের সহসভাপতি মো. আজগর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. মহসিন উদ্দিন ও সহসভাপতি বাবুল কান্তি লালা।
সভায় হাজারী গলির পাইকারি ও খুচরা ঔষধ ব্যবসায়ীদের সমন্বয়ে অ্যান্টিবায়োটিক রেসিসটেন্স বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল সিকদার সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সচেতন করার পরামর্শ দেন। তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বিষয়ে জনগণকে সচেতন করতে না পারলে ভবিষ্যতে খুব খারাপ সময় অপেক্ষা করছে। সচেতন না হলে সবাইকে এই ব্যাপারে খেসারত দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











