লালানগর মাদ্রাসা পরিদর্শনে দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার লালানগর দারুল কুরআন মাদ্রাসা পরিদর্শন করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। গতকাল মঙ্গলবার তিনি মাদ্রাসার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পড়ালেখা, উপস্থিতি, পরিবেশসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শনকালে ডা. রেজাউল করিম বলেন, শিক্ষাই মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। তোমাদের মনোযোগ, শৃঙ্খলা এবং অধ্যবসায়ই ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ অধ্যয়ন, নৈতিকতা চর্চা এবং প্রযুক্তিবান্ধব পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করেন।

এসময় মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সঙ্গে তিনি শিক্ষা মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার, সুযোগসুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলাসহ নানা বিষয়ে আলোচনা করেন। কর্তৃপক্ষ তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে পরিকল্পনার কথা তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধলায়ন্স আই ইনস্টিটিউট পরিদর্শনে বিসিপিএসের ৪ সদস্য