সীতাকুণ্ডে বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, সরিয়ে নেয়া হল পাইপ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

সন্দ্বীপ চ্যানেল থেকে বালু উত্তোলনকালে সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে বালু উত্তোলনকারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে সাগরে বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের বাধা দেয়। বাধার মুখে পড়ে বালু উত্তোলনের পাইপ সরিয়ে নিতে বাধ্য হন তারা। তবে ডিপ বিগাস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সাংবাদিকদের জানিয়েছে, তারা বালু উত্তোলনে চট্টগ্রাম বন্দর থেকে লিজ নিয়েছে।

ভাটিয়ারী ইউনিয়নে একটি পরিত্যক্ত শিপইয়ার্ডে সাগর থেকে উত্তোলনকৃত বালু রাখার জন্য বড় আকারের গর্ত খনন করে প্রতিষ্ঠানটি। ইয়ার্ডের দায়িত্বরত আনসার সদস্যরা জানিয়েছেন, সাগর থেকে উত্তোলনকৃত বালু রাখার জন্য বড় করে খনন করা হয়েছে ইয়ার্ডের পরিত্যক্ত জায়গাটিতে। সাগর থেকে বাল্কহেড ও ড্রেজার ব্যবহার করে পাইন দিয়ে বালুগুলো খনন করা জায়গায় রাখা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিকিউরিটি গার্ড বলেন, বালু রাখার জন্য এ এলাকার একটি ইয়ার্ডের জায়গা বালু উত্তোলনকারীরা ভাড়া নিয়েছেন।

গ্রামবাসীরা জানান, সাগর থেকে বালু উত্তোলনে ভেঙে পড়বে বেড়িবাঁধ। ক্ষতির শিকার হবেন উপকূলের কৃষক পরিবারের লোকজন। ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার বলেন, মহাসড়কের এক কিলোমিটার জায়গার মধ্যে যদি সাগর থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে, তাহলে পরিবেশ ধ্বংস হবেই। স্থানীয় বাসিন্দারাও চরম ক্ষতির শিকার হবেন।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতিক্রমে সাগর থেকে বালু উত্তোলন করা হয়। কেউ যদি অনুমতি ছাড়া বালু উত্তোলন করে থাকে তাহলে সেটা বন্দর কর্তৃপক্ষ দেখবে। উপজেলা অথবা জেলা প্রশাসনের বালু উত্তোলনের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধ৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে কাল