কৃষক একটা শব্দ, যার সাথে জড়িয়ে থাকে হাজারো মানুষের আবেগ, অনুভূতি ও জীবনের বাস্তবতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য ফসল উৎপাদন করে। পৃথিবীর প্রতিটা মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। আমরা কৃষকের ওপর একটু বেশিই নির্ভরশীল। ইকোসিস্টেমে যেমন একটা প্রজাতি কমবেশি হলে প্রকৃতি ইকোসিস্টেম ঠিক করে দেয়। আমার মনে হয়, আমাদের ইকোসিস্টেম থেকে কৃষক হারিয়ে গেলে আমাদের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে।
আমরা বৃষ্টি বিলাস করি ক্যাম্পাসে, কংক্রিটের শহরে। কৃষকও বৃষ্টি বিলাস করে, একটু ভিন্নরকম করে, তার তিলে তিলে গড়া ফসলের পাশে৷ প্রতিটা কৃষক তার ফসলকে নিজের সন্তানের মতো যত্নে গড়ে তুলে। কৃষকের সেই ফসল যখন বাজারে ওঠে, হতাশায় বুক ফেটে যায়। অনেক সময় দেখা যায়, কৃষক তার ফসল বাজারে বিক্রি না করে ফেলে রেখে এসেছে, কারণ মূল্য কম। অনেক সময় কৃষকের ইনভেস্ট করা টাকা, শ্রম,ফসল বিক্রি করে আর ফিরে পায় না। দিনের পর দিন কৃষক আগ্রহ হারিয়ে ফেলছে কৃষিকাজে। আমরা কৃষিপ্রধান দেশ, আমাদের কৃষিকে বাঁচতে হবে। আমরা সবাই হাতে হাত রেখে বাঁচতে চাই, আমরা মুক্ত আকাশে বুক ভরে শ্বাস নিতে চাই। আমরা কৃষকের ফসলের ন্যায্য মূল্য চাই। প্রয়োজনে সরকার ভর্তুকী দিয়ে হলে কৃষককে বাঁচান।
বাপ্পি হোসেন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা।










