পাহাড় কাটার সময় দুই ‘ভূমিদস্যু’ গ্রেপ্তার

আকবরশাহ’র বিশ্বকলোনি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানা এলাকায় পাহাড় কাটার সময় পুলিশ গতকাল সকালে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদেরকে ‘ভূমিদস্যু’ হিসেবে উল্লেখ করা হয়।

পুলিশ জানিয়েছে, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বকলোনি আলহেরা মসজিদের পিছনে গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালায়। ওই সময় সেখানে পাহাড় কাটা চলছিল। পুলিশ ভূমিদস্যু মোহাম্মদ বাচ্চু এবং মোহাম্মদ রাশেদকে গ্রেপ্তার করে। বাচ্চু বিশ্বকলোনির আই ব্লকের ৬০ নম্বর প্লটের মোহাম্মদ আজাহার উদ্দিনের পুত্র এবং মোহাম্মদ রাশেদ (২৫) বিশ্বকলোনীর এন ব্লকের মোহাম্মদ আবদুলের পুত্র।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই স্কুলে তালা ঝোলানোর হুমকি আরেক অংশের