মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির সভা

| বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:০৭ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের এক সভা গত ৩০ নভেম্বর ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদিত মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ক্লাবের সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েলের অনুমোদনে সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিপ্লব দে পার্থকে সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীকে সিনিয়র সহসভাপতি, ব্যবসায়ী আক্তার হোসেন জেকিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬২০২৭ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক সাইমন আহমেদ সাহেদ, পরিচালক মো. আজম খান, মো. আলোউদ্দীন ভূইয়া, মো. মোশাররফ হোসেন,নুর জাহেদ বাবলু, ইয়াসির আরাফাত, আশরাফুল ইসলাম রাজীব,আনোয়ারুল আবেদিন মুন্না,আরেফিন রিয়াদ, আব্দুল মোনাফ টুটুল, ইউনুস মিয়া জুয়েল, মো. মুরাদ,ইসতেখারুল আলম রবিন, আমিনুল ইসলাম আজাদ,আব্দুল হামিদ জনি, মো. নুরুউদ্দিন, মো. ইমন, মো. শহিদুল আলম শহিদ।

পূর্ববর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে
পরবর্তী নিবন্ধলিটন বললেন আমি ঈশ্বরে বিশ্বাস করি