অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি পাঠাগার উদ্বোধন

বৌদ্ধ যুব পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের স্থায়ী কার্যালয়ে অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক ছিলেন স্মৃতি পাঠাগারের দাতা লায়ন সুপ্রভা বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ইউ. এস. টিসির সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া ও নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান সজীব বড়ুয়া ডায়মন্ড। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, উপদেষ্টা শীলানন্দ বড়ুয়া, অধ্যাপক পলাশ বড়ুয়া, অপু বড়ুয়া, কর আইনজীবী বুলবুল বড়ুয়া, তাপস বড়ুয়া, রাহুল বড়ুয়া, রানা বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, বিকাশ বড়ুয়া, অমরেশ বড়ুয়া চৌধুরী প্রমুখ। শেষে কেক কেটে পরিষদের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগার সম্পাদক নিপুণ বড়ুয়া। শেষে পরিষদের শংকর বড়ুয়ার পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমরগণি এমইএস এক্স ক্যাডেট ফোরামের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধ‘বৈজ্ঞানিক সম্মেলন চিকিৎসা বিজ্ঞানকে পথ দেখায়’