লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ভিশন গ্রান্টের আওতায় চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে চারটি অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম সংযোজন করা হচ্ছে।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন ও লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথের পক্ষ থেকে গতকাল সোমবার এই সরঞ্জাম স্থাপনের ম্যাচিং গ্রান্টের চেক চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের পক্ষে জিএসটি কোঅর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, জোন চেয়ারপার্সন লায়ন ফজলে করিম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাঞ্চন মল্লিক, ক্লাব সেক্রেটারি লায়ন মাহমুদা করিম, সদস্য লায়ন লি সি জি এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথের পক্ষে ক্লাব প্রেসিডেন্ট লায়ন আক্তার হোসেন, ক্লাব সেক্রেটারি লায়ন গিয়াস উদ্দিন বিল্লা এবং ক্লাব অ্যাডভাইজার লায়ন আব্দুল্লাহ মোহাম্মদ নুর উদ্দিন চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, সাবেক গভর্নর লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস জোহা চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, উপ–পরিচালক ডা. শাবানা সুলতানা, সহকারী পরিচালক ইনসাফি হান্না, স্ট্র্যাটেজিক প্ল্যানার অ্যান্ড অপারেশন ম্যানেজার রুবী ফিনারিও, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার আকলিমা খাতুন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










