পা ভেঙে মাঠের বাইরে আইতানা বনমাতি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

উয়েফা নেশন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে অনেক বড় ধাক্কা খেয়েছে স্পেন নারী দল। পা ভেঙে গেছে আইতানা বনমাতির। ফলে জার্মানির বিপক্ষে ফাইনালের ফিরতি লেগে খেলতে পারবেন না তিনবারের ব্যালন দ’র জয়ী। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইইএফ) নিশ্চিত করেছে, বনমাতির ফিবুলা ভেঙে গেছে। দলের অনুশীলনে এই দুর্ঘটনা ঘটেছে। ২৭ বছর বয়সী বনমাতি এখন তার ক্লাব বার্সেলোনায় ফিরে যাবেন এবং সেখানে আরও পরীক্ষানিরীক্ষার পর বোঝা যাবে যে, তার মাঠে ফিরতে কতদিন লাগতে পারে। ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, অস্ত্রোপচারের প্রয়োজন না হলে দুই মাসের মধ্যেই মাঠে ফিরতে পারেন বনমাতি। তবে অস্ত্রোপচার করা হলে তার সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে। নেশন্স লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মঙ্গলবার জার্মানির বিপক্ষে ফাইনালের ফিরতি লেগে মাঠে নামবে স্পেন। আতলেতিকো মাদ্রিদের মেত্রোপলিতানোয় হবে ম্যাচটি। গত শুক্রবার জার্মানিতে প্রথম লেগ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলে ছয়টি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন মিডফিল্ডার বনমাতি। তাই তার চোট ক্লাব বার্সেলোনার জন্যও অনেক বড় ধাক্কা; চলতি বছরের বাকি সময়ে এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে কাতালান ক্লাবটির।

পূর্ববর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্ট স্থগিত
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক বিলিয়ার্ড স্নুকার ও পুল টুর্নামেন্ট সম্পন্ন