তাজিকিস্তানের প্রেসিডেন্টের প্রেস সার্ভিস জানিয়েছে, গত এক সপ্তাহে প্রতিবেশী আফগানিস্তান থেকে হওয়া দুটি হামলায় ৫ জন নিহত ও আরও ৫ জন আহত হয়েছে। খবর বিডিনিউজের। সোমবার দেওয়া বিবৃতিতে তারা এ কথা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাহাড় অধ্যুষিত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তাজিকিস্তানে এক কোটি ১০ লাখের মতো মানুষের বাস। দেশটির ধর্মনিরপেক্ষ সরকারের সঙ্গে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সম্পর্কে উত্তেজনা পুরনো। দুর্গম সীমান্ত এলাকাজুড়ে মাদক চোরাচালান ও অবৈধ স্বর্ণখনির কার্যক্রম নিয়ে আগেই সতর্ক করা তাজিক কর্তৃপক্ষ দিন কয়েক আগে আফগানিস্তান থেকে ছোড়া এক ড্রোন হামলায় তিন চীনা নাগরিকের নিহত হওয়ার খবর দিয়েছিল।
আরেকটি হামলা কবে হয়েছে রয়টার্সের প্রতিবেদনে তা আসেনি। কেবল তাজিকিস্তান কর্তৃপক্ষের বরাতে এক সপ্তাহে দুটি হামলার খবর দেওয়া হয়েছে। তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাহমোনের প্রেস সার্ভিস বলেছে, প্রেসিডেন্ট তার নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বসেছেন এবং পরিস্থিতি ও সীমান্তে নিরাপত্তা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন।
রাহমোন আফগান নাগরিকদের উসকানিমূলক ও বেআইনি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই সঙ্কটের সমাধান এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন, বলেছে তার প্রেস সার্ভিস। তাজিকদের এ বিবৃতি প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে আফগান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।











