ভূমিকম্প এড়াতে ব্যবস্থা নিন

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

ঐতিহাসিকভাবে আমাদের দেশের উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্ব অঞ্চল উচ্চ ভূমিকম্পপ্রবণ। এ প্রসঙ্গে গবেষণা প্রাপ্ত তথ্য বলছে, আমাদের শহরে ভবনগুলোর মধ্যে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি বড় আকারের ভূমিকম্প হয়, তাহলে অগ্নিকাণ্ড প্রায় অবশ্যম্ভাবী এক ঝুঁকি, ফলে বহুলাংশে ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেবে। তন্মধ্যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম হচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আরএমজির সবচেয়ে বড় হাব; যেখানের বেশিরভাগ বিল্ডিং নির্মাণ কোড অনুযায়ী বানানো হয়নি। ফলে, চট্টগ্রামে ৬ মাত্রার একটি ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে বেশিরভাগ বিল্ডিং; যার প্রভাব সরাসরি পড়বে নারী জনশক্তি ও বাংলাদেশের অর্থনীতিতে। এমতাবস্থায়, বাংলাদেশের আবহাওয়া আইন ২০১৮ অনুযায়ী, যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাদমান সাকিব

শিক্ষার্থী,

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবিমল মিত্র : জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধমেহেদীর রঙ সবার নজর কাড়ে