সুতরাং যদি তোমাদের মধ্যে একশ’ জন ধৈর্যশীল থাকে, তবে তারা দু’শ জনের উপর বিজয়ী হবে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৬৬) সূরা আল–আন্ফাল।
আত্মগর্ব এমন একটি জঘন্য পাপ, যাহা সত্তর বৎসরের নেক আমলকে বরবাদ করিয়া দেয়।
– আল–হাদীস (দায়লামী)।
যারা আত্মপ্রশংসা করেন খোদা তাহাদের ঘৃণা করেন।
– সেন্ট ক্লিসেন্ট।







