খালেদা জিয়া আপসহীন না হলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের আগেই দেশটা ‘ভারতের দখলে চলে যেতে পারত’ বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল সোমবার বিকালে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ মন্তব্য করেন।
২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সুস্থতার জন্য দোয়া চেয়ে তাহের বলেন, আমি আজ অত্যন্ত বেদনা, উদ্বেগ, উৎকণ্ঠার সঙ্গে খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমি ব্যক্তিগতভাবে এই স্বাক্ষী দিতে পারি যে, বেগম জিয়া একান্তভাবে একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, গণতান্ত্রিক নেত্রী ছিলেন, উনার আপসহীন রাজনীতির কারণেই বিগত ১৫ বছর যেভাবে দেশটা ভারতের দখলে গিয়েছিল, তার অনেক আগে যেতে পারত। উনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আজ উনি কোনো দলের নেত্রী নন। উনি সমগ্র মানুষের নেত্রী। উনার প্রতি আমাদের আবেগ ভালোবাসা আছে। আমি ব্যক্তিগতভাবে গভীর শ্রদ্ধা জানাচ্ছি; আরোগ্য কামনা করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যে অনেক প্রোগ্রাম দিয়েছি। আবারও জামায়াতের পক্ষ থেকে আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি। তিনি বলেন, দেশের আজকের এই প্রেক্ষাপটে আগামী রাজনীতি এবং নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন। আমি দেশবাসী ও রাজনৈতিক দল–সবার প্রতি আহ্বান জানাব, আমরা আগামীতে আরও অনেক ধৈর্যের সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে যেন আমাদের কর্তব্য নির্ধারণ করি।
হৃদরোগের চিকিৎসা শেষে বিকালে বাসায় ফেরেন জামায়াতের নায়েবে আমির। নিজের শারীরিক অবস্থার বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, আমার হার্টের ব্লক অপসারণে স্টেন্টিং করা হয়েছে। আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ অবস্থায় বাসায় যাওয়ার জন্য বের হয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার চিকিৎসার ব্যবস্থা করেছে।










