দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা গতকাল সোমবার থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে গতকালের বার্ষিক পরীক্ষার নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো গত বৃহস্পতিবার নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করার কথা জানিয়েছিল।
দেশের সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকের বিভিন্ন শূন্যপদে নিয়োগ, পদোন্নতি এবং পদায়ন, আদালতের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রদান এবং ২০১৫ সালের পূর্বের সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশের দাবিতে দেশব্যাপী শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন।
এর ফলে সারাদেশের মতো গতকাল চট্টগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নির্ধারিত পরীক্ষা হয়নি। তবে কোন কোন স্কুল গতকালের স্থগিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।










