কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানির গেট বাল্ব চুরি, পানি সরবরাহ বন্ধ

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ১২:৪০ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানি সরবরাহের গেট বাল্ব গুলো চুরি হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতে এগুলো চুরি করে নেয় চোরেরা।

এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন হাসপাতালের ভর্তি রোগী ও তাদের স্বজনরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতাল কতৃপক্ষকেও। এদিকে জনবল সংকটে নিরাপত্তকর্মী না থাকায় দিন দিন বাড়ছে উপজেলা হাসপাতালে চুরির ঘটনা।

এ বিষয়ে কথা হলে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, হাসপাতালে চুরির ঘটনায় সকলেই বেশ উদ্বীগ্ন। বিশেষ করে বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মী সংকট রয়েছে। দ্রুত সরকারিভাবে নিয়োগ প্রক্রিয়া করে এই সংকট দূর করা না গেলে চুরির ঘটনা আরো বৃদ্ধি পাবে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মধ্যরাতে মাদককারবারীরা এসে পানির গেট বাল্ব গুলো চুরি করে নিয়ে গেছে। এতে করে হাসপাতালে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ।

এবিষয়ে কথা হলে কাপ্তাই থানার ওসি কাই কিসলু জানান, অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আওয়ামী লীগের মশাল মিছিল, আটক ২
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত