ফটিকছড়িতে আওয়ামী লীগের মশাল মিছিল, আটক ২

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ১২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মশাল মিছিল করেছে। 

রোববার (৩০ নভেম্বর) রাতের যেকোনো সময়ের মধ্যে উপজেলার নানুপুর এলাকায় অনুষ্ঠিত এই মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর, রাতেই অভিযান চালিয়ে মো. এরশাদ ও হ্নদয় নামের ২ আ.লীগ ও ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নেতা-কর্মীরা নানুপুরের লায়লা কবির কলেজ গেট থেকে মিছিলটি শুরু করে বিনাজুরী গ্রীন টাওয়ার এলাকায় গিয়ে শেষ হয়। কয়েক মিনিট মিছিল করে দ্রুত স্থান পরিবর্তন করে তারা। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশের সমালোচনা করে নানা মন্তব্য করেন।

ভিডিওতে দেখা যায়, ২০-২৫ জন নেতা-কর্মী মশাল হাতে মিছিলে অংশ নেন। এদের মধ্যে কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন, আর কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে মো. এরশাদ ও হ্নদয় নামে ২জনকে গ্রেফতার করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে উদ্বোধন হলো জুলাই স্মৃতি কর্নার
পরবর্তী নিবন্ধকাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানির গেট বাল্ব চুরি, পানি সরবরাহ বন্ধ