কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবক কারাগারে

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী মামলায় মো. লুৎফুর রহমান ইমন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার চরপাথরঘাটা খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম।

গ্রেপ্তার লুৎফুর রহমান ইমন চরপাথরঘাটা ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার মো. শরাফত আলীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি বয়সে তরুণ হলেও আওয়ামী লীগের একটি ইউনিট কমিটিতে একই নামে একজন সদস্য ছিলেন। পুলিশ জানায়, ইমনকে থানার সন্ত্রাস বিরোধী মামলা নং৩ এর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ভোরে আওয়ামী লীগের তিন মিনিটের মিছিল
পরবর্তী নিবন্ধযুব সমাজের অবক্ষয় রোধে সুস্থধারার ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে