দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

দক্ষিণ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহেদা বেগম। তিনি বলেন, একজন শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা, ভালো প্রস্তুতি নিয়ে বার্ষিক ও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে অভিভাবকদের অবশ্যই সচেতন থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কারপরিচ্ছন্নতা, শারীরিক সুস্থতার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের জাঙ্কফুড় পরিহার করারও পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ফয়েজ উল্লাহ মিয়া উকিলের কন্যা চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি, বিশিষ্ট নারী উদ্যোক্তা সুলতানা নুরজাহান রোজী।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার মান উন্নয়নের লক্ষে মানবিক জীবন গড়ার জন্য শিক্ষক এবং অভিভাবকদের ভূমিকা অপরিসীম। এ সময় নিয়মিত স্কুলে আসা, নিয়মিত বাড়ির কাজ আদায় করা, রিড়িং পড়া হাতের লিখা পরিচ্ছন্ন করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন সুলতানা নুরজাহান রোজী। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে মানপত্র ও জ্যামিতি বক্স বিবরণ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট চালু
পরবর্তী নিবন্ধবিআরটিএ মাস্টার ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন