বিজয়-মোসাদ্দেকদের নিলামে অন্তর্ভুক্তির রিট উচ্চ আদালতে খারিজ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

বিপিএলে নিলামের আগের দিন বাদ পড়েছেন ৯ ক্রিকেটার। তাদের মধ্যে অনেকেই জাতীয় দলের হয়ে বিভিন্ন সময়ে খেলেছেন। হুট করে তাদের বাদ পড়ার পর শুরু হয় বিতর্ক। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তিনটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। কিন্তু তা খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। বাদ পড়া খেলোয়াড়দের ছাড়াই বিপিএল নিলাম অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়। বিপিএলের গত আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। অবশ্য তাদের নিলামের তালিকা থেকে বাদ দেওয়ার কারণটা জানায়নি বিসিবি। এ ছাড়া বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদউজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম। একই দিন সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘স্থানীয় খেলোয়াড়দের তালিকা থেকে কয়েকজনের নাম অনুপস্থিত থাকা নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দিতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করেন। এর পর সম্ভাব্য দুর্নীতিসংক্রান্ত সব বিষয় বোর্ডের নবগঠিত ইন্টেগ্রিটি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউনিটটির তত্ত্বাবধান করছেন স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল। ইন্টেগ্রিটি ইউনিট সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে এবং কোনো বিষয়ে যেন হস্তক্ষেপ না থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব তাদের।’

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের সংগ্রহ ৬ উইকেটে ২৭০ রান
পরবর্তী নিবন্ধআমিরুলের হ্যাটট্রিকে এবার দক্ষিণ কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ