চীনের বিপক্ষে হেরে আশাভঙ্গ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

এএফসি অনূর্ধ্ব১৭ এশিয়ান কাপের বাছাই থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শেষ খেলায় চীনের কাছে হেরে আশা ভঙ্গ হয়েছে তাদের। দারুণভাবে পথচলা শুরু করেছিল তারা। স্বপ্ন ছিল শেষটা আরও রঙিন করার। কিন্তু তা আর পূরণ হলো না। সেটা করার মতো পারফরম্যান্স করতে পারেননি রিফাতবায়েজিদরা। চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে গতকাল রোববার স্বাগতিকদের কাছে ৪০ গোলে হেরেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে রানার্স আপ হয়ে বাছাই শেষ করল গোলাম রব্বানী ছোটনের দল। দুই দলের পয়েন্ট সমান ১২ করে হওয়ায় এবং চীন গোল পার্থক্যে এগিয়ে থাকায় মূল পর্বে উঠতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ; নবম মিনিটে সতীর্থের ক্রসে শুয়াই ওইহাও নিখুঁত টোকায় এগিয়ে নেন চীনকে। ওইহাওয়ের দ্বিতীয় গোলে দায় আছে কামাল মৃধার। তার কাছ থেকেই বল কেড়ে নিয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে পরাস্ত করেন চীনের এই তরুণ ফরোয়ার্ড। ওহাইও ৫৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও প্রায় শেষ করে দেন। বাকি সময়েও অভাবনীয় কিছু করতে পারেনি বাংলাদেশ। উল্টো ৮৮তম মিনিটে আরেক গোল হজম করলে নিশ্চিত হয়ে যায় তাদের হার। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে উঠেছে চীন। তিমুর লেস্তেকে ৫০ গোলে হারিয়ে যাত্রা শুরুর পর, ব্রুনেইকে ৮০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাকে ৫০ ও বাহরাইনকে ২১ গোলে হারিয়েছিল তারা।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে চট্টগ্রামের প্রধান কোচ মমিনুল
পরবর্তী নিবন্ধবিজয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের সংগ্রহ ৬ উইকেটে ২৭০ রান