বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। দলগুলো হচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়েলস। চট্টগ্রাম দল দেশি ক্রিকেটার হিসেবে শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে আগেই। এ ছাড়া বিদেশি হিসেবে আবরার আহমেদকে সরাসরি চুক্তি করেছে তারা। এবার জানা গেল কোচিং স্টাফ সম্পর্কে। প্রধান কোচ হিসেবে চট্টগ্রাম দলে থাকছেন মমিনুল হক। খবরটি নিশ্চিত করেছেন তিনি। এছাড়া কোচিং প্যানেলে আরো রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো। দলটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে রংপুর কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।












