দ্রুতই শুরু হবে মেয়েদের বিপিএল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

ছেলেদের বিপিএলের নিলাম আয়োজনে এসে মেয়েদের বিপিএল নিয়ে নতুন করে আশার কথা শুনিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দ্রুতই মেয়েদের বিপিএল শুরু হবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার পরপর শুরু হয় বিপিএল নিলামের আনুষ্ঠানিকতা। বিসিবি সভাপতি তার স্বাগত বক্তব্যে জানান, মেয়েদের বিপিএলের পরিকল্পনার কথা। ‘আপনারা জেনে খুশি হবে, আমরা মেয়েদের বিপিএল শুরু করব অচিরেই। আপনারা যারা এখানে ফ্র্যাঞ্চাইজি আছেন, তাদেরকে আমরা সুযোগ দেব ছেলেদের পাশাপাশি মেয়েদের বিপিএলে যেন দল নিতে পারেন।’ মেয়েদের বিপিএল নিয়ে আশার বাণী অবশ্য আগেও নানা সময়ে শোনা গেছে। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান, সবশেষ সভাপতি ফারুক আহমেদও আশ্বাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত প্রাথমিক কোনো পর্যায়ও শুরু হতে দেখা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড রোহিত শর্মার
পরবর্তী নিবন্ধতৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে শামীম