১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রাম দলে নাঈম শেখ

বিপিএল নিলাম

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫১ পূর্বাহ্ণ

বিপিএল নিলামের প্রথম ডাকেই উত্তেজনা। কাড়াকাড়ি পড়ে যায় মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে। ভিত্তিমূল্য থেকে ১৩ ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত থামল সেই লড়াই। ততক্ষণে তার পারিশ্রমিক হয়ে গেছে দ্বিগুণের বেশি। ‘এ’ ক্যাটাগরিতে নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে পায় নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। নিশ্চিতভাবেই নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। নিলামের আগেই সরাসরি চুক্তির পর ‘এ’ ক্যাটাগরিতে বাকি ছিলেন কেবল নাঈম আর লিটন। লটারিতে আগে ওঠে নাঈমের নাম। তাকে প্রথম ডাকে সিলেট টাইটান্স। এরপর প্রতি ডাকে বাড়তে থাকে ৫ লাখ টাকা করে। সিলেটের সঙ্গে প্রথমে লড়াইয়ে আসে রংপুর। পরে যোগ দেয় নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। তখনও পর্যন্ত দৃশ্যপটে নেই চট্টগ্রাম। ৮০ লাখ টাকা থেকে লড়াইয়ে যোগ দেয় চট্টগ্রাম। সিলেটের সঙ্গে তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখে বাঁহাতি এই ওপেনারকে পেয়ে যায় চট্টগ্রাম। বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের হয়ে ৪২.৫৮ গড় ও প্রায় ১৯৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করেছিলেন তিনি। এর আগে চট্টগ্রাম রয়্যালস সরাসরি চুক্তিতে শেখ মেহেদি হাসান, তানভির ইসলামকে দলে ভেড়ায়। শেখ মেহেদি হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে খেলছেন বাংলাদেশের হয়ে। বিদেশি ক্যাটাগরিতে তারা সরাসরি নিয়েছেন আবরার আহমেদকে। এছাড়া নিলাম থেকে মোহাম্মদ নাঈম শেখ ছাড়া চট্টগ্রাম আরো বেশ কয়েকজনকে দলভুক্ত করেছে। পেসার শরিফুল ইসলামকে ৪৪ লাখ টাকায় দলে ভিড়িয়েছেন তারা। এছাড়া আবু হায়দার রনিকে ২২ লাখ টাকা, ব্যাটার মাহমুদুল হাসান জয়কে ৩৭ লাখ টাকা, মাহফিজুল ইসলাম রবিনকে ২২ লাখ টাকা, সুমন খানকে ৩২ লাখ টাকা,, জিয়াউর রহমানকে ৩০ লাখ এবং আরাফাত সানিকে ১৮ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস। পরে আরো কয়েকজনকে দলে নিয়েছে চট্টগ্রাম। এদের মধ্যে আছেন মুকিদুল ইসলাম ৩৩ লাখ টাকা, সালমান হোসেন ১৪ লাখ টাকা, শুভাগত হোম ১৪ লাখ টাকা, জাহিদুজ্জামান সাগর ১১ লাখ টাকা। বিদেশিদের মধ্যে আছেন নিরোশান ডিকভেলা এবং অ্যাঞ্জেলো পেরেরা। তাদেরকে কেনা হয়েছে যথাক্রমে ৩৫ হাজার ডলার এবং ২০ হাজার ডলারে।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির গাড়ি খাদে, আহত ২
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ই-পারিবারিক আদালতের উদ্বোধন