বিএনপির বিজয় মশাল রোড শো স্থগিত

হাসপাতালে খালেদা

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৪:২৭ পূর্বাহ্ণ

খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দলের ঘোষিত পক্ষকালব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। গতকাল রোববার দুপুরে ঢাকার নয়া পল্টনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্তের কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খবর বিডিনিউজের।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের একটি পক্ষকালব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছিল বিজয়ের মাসে। এটার শিরোনাম ছিল ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল রোড শো’। ১ ডিসেম্বর থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন হওয়ার কথা ছিল। আপনারা জানেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী দেশনেত্রী যিনি রাজনীতির হাল ধরার পর থেকেই মানুষের কাছে যা অঙ্গীকার করেছেন সেটি বাস্তবায়ন করেছেন। সত্যের প্রতিনিধি, মানুষের কাছে অঙ্গীকার রক্ষার একজন প্রতিনিধি। রাজনীতিকে কলুষমুক্ত করার এক অনন্য ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ এভারকেয়ার হাসপাতালে জীবনসংগ্রামে রয়েছেন। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা কর্মসূচিটি স্থগিত রাখছি। রিজভী বলেন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত। শুধু বিএনপির নেতাকর্মী নয়, শুধু বিএনপির অঙ্গসংগঠনই নয়, দেশের অন্যান্য রাজনৈতিক দল, সংগঠন বা সমর্থক, তারাও যতটুকু শুনেছি দোয়া করছেন। শনিবার বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ‘বিজয় মশাল রোড শো’র পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের কালুঘাট থেকে ১ ডিসেম্বর এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। বিভিন্ন জেলা ও বিভাগ ঘুরে ১৬ ডিসেম্বর ঢাকায় মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হতো। কিন্তু এক দিনের মাথায় সেই কর্মসূচি স্থগিত করল বিএনপি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু : এ বছর সবচেয়ে প্রাণঘাতী নভেম্বরে এ মাসে ৯৯ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধসশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার : প্রধান উপদেষ্টা