চট্টগ্রাম-৯ আসনে বিএনপি নেতা সাইফুল আলমের গণসংযোগ ও রোড-শো

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বিএনপির৯ আসনে ব্যতিক্রমী গণসংযোগ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম৯ আসনের মনোনয়ন প্রত্যাশী এস. এম. সাইফুল আলমের নেতৃত্বে রোডশোটি অনুষ্ঠিত হয়। রঙিন সাজসজ্জা, ব্যানারফেস্টুন ও শ্লোগানে মুখরিত রোডশোতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। রোডশোটি কদমতলী মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট, জুবলি রোড, এনায়েত বাজার, লাভ লেইন, চেরাগি মোড়, প্রেসক্লাব এলাকা, কাজির দেউরি, লালখান বাজার ও দেওয়ানহাট হয়ে ২৩ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণের পর বায়তুশ শরফ মসজিদ এলাকায় এসে শেষ হয়। পথে পথে সাধারণ মানুষ রোডশোকে স্বাগত জানান এবং অনেকেই করতালি দিয়ে সমর্থন প্রকাশ করেন। পথসভায় এস. এম. সাইফুল আলম বলেন, “চট্টগ্রাম৯ আসনের মানুষ আগামী নির্বাচনে বিএনপির পক্ষেই গণরায় দেবেন বলে আমি বিশ্বাস করি। বিএনপি রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।” রোডশোতে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, বিএনপি নেতা আবদুল হালিম, ডবলমুরিং থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, এম. . হাসনাতসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির উপাচার্য ও পাকিস্তানের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধফিরিঙ্গিবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত