বাকলিয়ায় ৩১ দফার প্রচার ও লিফলেট বিতরণ

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের বাকলিয়া থানাধীন ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড ‘এ’ ইউনিটের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল এবং বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। অতীতে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। দেশের এই সংকটকালে তাঁর সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য নুরুল আলম রাজু, সাবেক নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব, নগর বিএনপির নেতা শাহজাহান সিরাজ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর, সাবেক ওয়ার্ড যুবদল সভাপতি রওশন বিন আমিন, যুগ্ম আহবায়ক হাজী মোঃ হারুন, আবদুল আজিজ, বলিরহাট ফার্নিচার সমিতির সভাপতি মোঃ মুজিব, ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ সিরাজ, এড. শাহেদ, মান্নান, মোঃ জসিম, সওরোয়ার, .টি.এম তৈয়ব, আলমগীর ও ইব্রাহিম বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইউনুছ, ওয়ার্ড যুবদলের সংগঠক মোঃ ফারুক, সাইফুল, সানাউল্লাহ, সাজ্জাদসহ স্থানীয় মহল্লার মুরব্বি হাজী আব্দুল মাবুদ, মোঃ সেলিম, হাজী শফি আহম্মদ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

পূর্ববর্তী নিবন্ধজন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সকলকে ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধচবিতে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে ১ ডিসেম্বর