বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই গণ–অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে বিনির্মাণে আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ চালিয়ে যাচ্ছি। সংস্কার, বিচার ও বিশ্বাসযোগ্য নির্বাচনই হলো দেশবাসীর আকাঙ্ক্ষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য সকল রাজনৈতিক দল সংস্কারের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে যেতে না পারায় আমাদেরকে এখনো রাজপথে কর্মসূচি পালন করতে হচ্ছে। এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানাতে হচ্ছে। সকল শ্রেণি ও পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।
গত ২৩ নভেম্বর কক্সবাজার শহরের একটি সম্মেলন কক্ষে শহর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার ৩ সংসদীয় আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারি সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী। প্রেস বিজ্ঞপ্তি।












