মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং প্রতিযোগিতা সমাপ্ত

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী ‘মিস্টার চট্টগ্রাম বডিবিল্ডিং প্রতিযোগিতা ২০২৫’শেষ হয়েছে। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গত শুক্রবার শুরু হওয়া এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে শনিবার সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে। প্রতিযোগিতার বিভিন্ন ওজন শ্রেণিতে অংশ নেন ২০০এর বেশি প্রতিযোগী। চট্টগ্রাম বডিবিল্ডিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ওজন শ্রেণিতে অংশ নেন ২০০ জনেরও বেশি বডিবিল্ডার। দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রিলিমিনারি, সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফিনালে সেরা বডিবিল্ডার বাছাই করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়া উদ্দিন, আমার দেশ পত্রিকার আবাসিক প্রতিনিধি জাহিদুল ইসলাম কচি, তানভীর শাহারিয়ার রিমন সিইও রেনকন এফসি, সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি আশরাফউজ্জামান, আয়োজক মিস্টার চট্টগ্রাম বডি বিল্ডিং প্রতিযোগিতা ২০২৫ রনি দাশ।

সমাপনী দিনের গ্র্যান্ড ফিনালে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মঞ্চে প্রতিযোগীদের পোজিং, টিম প্রেজেন্টেশন এবং মিউজিক্যাল ফিটনেস শোতে দর্শকদের মধ্যে তৈরি হয় ভিন্ন রকম উন্মাদনা। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির চ্যাম্পিয়ন, রানারআপ ও স্পেশাল মেনশন পুরস্কার তুলে দেওয়া হয়। ‘মিস্টার চট্টগ্রাম ২০২৫’ খেতাব জিতে নেন শেখ জামাল। বিজয়ীর হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন প্রধান অতিথি এবং সংগঠনের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধবিয়েতে প্রথা ভাঙছেন রোনালদো-জর্জিনা
পরবর্তী নিবন্ধবিদেশি তারকাদের কে কোন ক্যাটাগরিতে