চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মোহাম্মদ নগর, শান্তি নগর, আমিন কলোনি, বার্মা কলোনি, আলিনগর, নবীনগরসহ আশপাশের পুরো এলাকায় বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চসিক। ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, জমে থাকা পানি অপসারণ, ড্রেন–নালা পরিষ্কার, বর্জ্য অপসারণসহ বিস্তৃত কার্যক্রম পরিচালিত হয়। নগরের মোট ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশা নিধন কার্যক্রম চলছে। পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং, বাসাবাড়ি ও দোকানে গিয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে।
চসিক মেয়রের একান্ত সচিব (রাজনৈতিক) ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে নগরজুড়ে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত, পরিকল্পিত ও নিয়ন্ত্রিত মশক নিধন অভিযান চালানো হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো. মিজান উদ্দিন, পরিদর্শক (মশক নিয়ন্ত্রণ) আবদুল বাতেন, কামরুল ইসলাম, এরশাদ হোসেন, আকবর হোসেন মানিক, ফকরুল ইসলাম শাহিনসহ চসিকের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী। প্রেস বিজ্ঞপ্তি।












