বাঘাইছড়িতে বিজিবির অভিযান, ভারতীয় কম্বল জব্দ

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:০৮ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে চোরাই পথে আসা ভারতীয় কম্বল জব্দ করেছে বিজিবি। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ছয়নালছড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় কম্বল জব্দ করা হয়।

বিজিবি জানায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বিজিবির উদয়পুর বিওপির একটি টহল দল ছয়নালছড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তা থেকে ১০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। জব্দ ভারতীয় কম্বলের মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা। বিজিবি মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন চোরাচালান প্রতিরোধে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হায়দারের কবিতায় রাষ্ট্রচিন্তা ও সম্ভাবনার চিত্রকল্প
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির এডহক কমিটির সভা