এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

এবার বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূকম্পন পর্যবেক্ষক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) থেকে এ তথ্য পাওয়া গেছে। 

ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। আর ইএমএসসির তথ্য অনুযায়ী, উৎসস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে, গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে এবং আহত হয় ৬ শতাধিক মানুষ। 

ওই দিন কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে দেখেননি তারা। এছাড়া, ভূমিকম্পটির প্রভাবে পরদিন আরও তিনটি আফটার শকও আঘাত হানে ঢাকা ও তার আশেপাশে।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধপরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ এ.কে.এম. ফজলুল হক