লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে (ক্লাবের অস্থায়ী প্রজেক্ট) ঝাউতলা ফোরকানিয়া এতিমখানা মাদ্রাসায় গত ২৫ নভেম্বর অক্টোবর সেবা মাস উপলক্ষে এতিমদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। উপস্থিত ছিলেন লায়ন চৌধুরী শামীম মোস্তফা, লায়ন এএইচএম ইলিয়াছ করিম, লায়ন মো. জাকির হোসেন, লায়ন আবিদুর রহমান, ক্লাব সভাপতি অ্যাড. আলাউদ্দিন, ক্লাব সেক্রেটারি লায়ন এম এম ইয়াছিন হিরা, মৌলানা ওসমান, মৌলানা সোহেল। জেলা গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, এতিমদের জন্য যারা কাজ করেন আল্লাহ এবং আল্লাহর রাসূল (.) তাদের ভালোবাসেন। ডায়মন্ড সিটি ক্লাব ২০০৩ সাল থেকে কাজ করে যাচ্ছে এতিমদের জন্য। তিনি আরও বেশি করে কাজ করার জন্য আহ্বান জানান। পরে মৌলানা ওসমান মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালদীঘি মাঠে ৫ ডিসেম্বর সমাবেশ সফল করুন
পরবর্তী নিবন্ধধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে