আন্দোলনরত ৮ দল চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের প্রস্তুতি সভা গতকাল বুধবার খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় মুরাদপুরে নগর সভাপতি অধ্যাপক খুরশীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৫ ডিসেম্বর সমাবেশ ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের ৮ দলের প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নেজাম ইসলাম পার্টির আমির মাওলানা জিয়াউল হোসাইন, মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বিডিপির যুগ্ম সম্পাদক অ্যাড. জুবায়ের মাহমুদ, মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন, নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, খেলাফত মজলিসের নগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মাওলানা হাবিব উল্লাহ আজাদী, অ্যাডভোকেট নেজাম উদ্দীন, অ্যাড. পারভেজ তালুকদার, জাগপার জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন, হাসান জুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












