আনোয়ারায় শিক্ষা উপকরণ বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বৈরাগ ও চাতরি ইউনিয়নের সেরা কর দাতাদের সম্মাননা প্রদান, প্রাইমারি স্কুল সমূহে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হিন্দোল বারী,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন ধর, সৈয়দ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) প্রশাসন ও জিএস বিভাগের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার এসএম আলমগীর রহমান, অর্থ বিভাগের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ কহিনুর ইকবালসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও করদাতারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের কাছ নির্ধারিত আদায়কৃত হোল্ডিং ট্যাক্সের একটি অংশ থেকে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাগ ও ক্রীড়া সামগ্রী প্রদান করি। তিনি স্থানীয়দের নির্ধারিত কর পরিশোধের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধএনায়েতপুর দরবারের পীর খাজা কামাল উদ্দিনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী