জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ (ট্রাস্ট) নেতৃবৃন্দ। গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় ট্রাস্ট কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, মুহাম্মদ আমজাদ হোসেন শাহেদ, মুহাম্মদ জাহেদ সুলতান, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আসাদুজ্জামান, মুহাম্মদ ইয়াছিন আরাফাত রনি। মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসক হিসেবে দল মতনির্বিশেষে সকলের কল্যাণে আমি কাজ করে যাব। দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। ট্রাস্ট নেতৃবৃন্দ বলেন, এ ট্রাস্ট দ্বীনি ক্ষেত্রে এবং জনসেবায় অগ্রণী ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।












