সিরাজগঞ্জের এনায়েতপুর দরবারের পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ যোহর এনায়েতপুর মাজার মসজিদে গদিনশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মাজার শরীফ কমপ্লেক্সে দাফন করা হয়।
তাঁর ইন্তেকালে মাইজভাণ্ডার দরবারের পীর ও বিএসপি চেয়ারম্যান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার, ভক্ত আশেকান, জাকেরানদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানান। প্রেস বিজ্ঞপ্তি।












