ভেনেজুয়েলা সরকারকে সহিংসভাবে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র, অভিযোগ কিউবার

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারকে সহিংসভাবে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে বলে কিউবা অভিযোগ করেছে। ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতিকে অতিরঞ্জিত ও আগ্রাসী হুমকি বলে অভিহিত করেছে হাভানা। মঙ্গলবার কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করলে তা অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ হবে। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হবে। খবর বিডিনিউজের।

শনিবার রয়টার্স মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আসছে দিনগুলোতে ভেনেজুয়েলা সম্পর্কিত অভিযানের নতুন পর্ব শুরু করার জন্য তৈরি হয়ে আছে। দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যেসব বিকল্প বিবেচনাধীন তার মধ্যে মাদুরোকে উৎখাত করার প্রচেষ্টাও আছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের চেষ্টা করছেন না।

পূর্ববর্তী নিবন্ধমৃতের সংখ্যা বেড়ে ৩৩
পরবর্তী নিবন্ধবোলসোনারোর সোয়া ২৭ বছরের কারাদণ্ড