এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের সুপার সিক্সে উঠেছে কোয়ালিটি স্পোর্টস। ‘ই’ গ্রুপের ম্যাচে রয়েল স্পোর্টস একাডেমি ১২২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে উদিয়মান ক্রিকেট একাডেমিকে। এতে রানরেটে কোয়ালিটি সুপার সিক্স এ চলে যায়। রয়েল ৪০ ওভার খেলে ৮ উইকেটে ১৬৫ রান করে। দলের সাফায়েত ৪৭, আজমাইন ৩৫ রান করে। উদিয়মানের আশরাফুল ও তামিম ২টি করে উইকেট নেয়। জবাবে উদিয়মান ১১.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান করে। দলের আশরাফুল ১৩ রান করে। রয়েলের আফ্রিদি ৩টি উইকেট নেয়। ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের আফ্রিদি। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক মহিলা ক্রিকেটার সানজিদা আক্তার রিপা।











