‘প্রোটিনের চাহিদা পূরণ করতে খামারি সৃষ্টি করতে হবে’

হাটহাজারীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, মেলা, আলোচনা সভা ও সনদপত্র বিতরণের আয়োজন করে। প্রাণিসম্পদ সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রণিসম্পদে হবে উন্নতি’।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা একরামুল হক ও ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. প্রবীর কুমার দেব। ডা. রেবেকা সুলতানা স্বপ্না খন্দকার ও উপসহকারী কমিউনিটি প্রাণিসম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ও খামারি মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩১টি স্টলে বিভিন্ন প্রাণী, প্রাণিজ ঔষধের স্টল, দুগ্ধজাত খাবারের স্টল স্থাপন করা হয়।

বক্তারা বলেন, মানুষকে সুস্থ থাকতে হলে নিয়মিত নির্দিষ্ট পরিমাণ প্রাণিজ আমিষ ও প্রোটিন গ্রহণ প্রয়োজন। এই প্রোটিনের চাহিদা পূরণ করতে খামারি সৃষ্টি করতে হবে। এজন্য সরকার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রশিক্ষণ প্রদান করে প্রযুক্তির বিষয় ধারণা দিচ্ছে। খামারিদের প্রযুক্তি বিষয়ে ধারণা নিতে প্রাণিসম্পদ দপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএয়ারক্রাফট সংযোজনের সঙ্গে পাইলট ও ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ছে
পরবর্তী নিবন্ধআইনের শিক্ষার্থীদের ন্যায়ে অটল থাকার আহ্বান