রাঙ্গুনিয়ায় ডা. রেজাউল করিমের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের ধারাবাহিক উদ্যোগে আবারো ২ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলার ঘাটচেক এলাকার মিয়াজী বাড়ি ওরশ মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়। এদিন সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন ডা. এটিএম রেজাউল করিম। এসময় ইঞ্জিনিয়ার রেজভীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডা. এটিএম রেজাউল করিম বলেন, আমাদের মূল লক্ষ্য রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। এর আগে তিনি ইছাখালীস্থ নুরজাহান ক্লাবের দ্বিতীয় তলায় দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনে কার্যালয় উদ্বোধন করেন। বিকেলে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগ চালানোসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রযুক্তিনির্ভর দক্ষতা নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে’
পরবর্তী নিবন্ধসিভাসুর ডিভিএম ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ